প্রতিহিংসার রাজনীতির অবসান চায় বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)

“ঐক্য, উন্নয়ন ও স্বচ্ছতা”—এই মূলনীতিকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর কর্মী সম্মেলন। কর্মী সম্মেলনে বক্তারা বলে দেশের প্রশাসন ও আইনের শাসন প্রায় ভঙুর তাই প্রত্যাশিত সংস্কার না করে নির্বাচন দিলে ২৪ এর গণ অভ্যুত্থান বিফলে যাবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রিফাইতপুরস্থ দৌলতপুর উপজেলা কার্যালয়ের পাশে স্কুল মাঠে আয়োজিত এই সম্মেলনে বক্তারা এইসব মন্তব্য করেন। উক্ত সম্মেলনটি পরিণত হয় আবেগঘন ও উদ্দীপনামূলক এক মিলনমেলায়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: সোহেল রানা ও মহাসচিব মো: তহিদুল ইসলাম দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: নুরুল হক। তিনি বলেন, “আমাদের প্রিয় মাতৃভূমি আজ কঠিন সময় পার করছে। রাজনীতির ময়দান আদর্শহীন হয়ে পড়েছে। প্রতিহিংসা, বিভেদ, দুর্নীতি আর ক্ষমতার মোহ জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।”
তিনি আরও বলেন, “বিআরপি কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়; এটি একটি আদর্শ ও আন্দোলন। আমাদের ভিত্তি চারটি স্তম্ভে—স্বচ্ছতা, জবাবদিহিতা, মানবকল্যাণ ও দেশপ্রেম।”
প্রতিহিংসার রাজনীতিকে পরিহার করে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিতর্ক সংসদে হবে, রাজপথে নয়। যুক্তিই হবে আলোচনার ভাষা, বন্দুকের নল নয়।”
যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই ক্রান্তিলগ্নে নীরব থাকা চলবে না। আপনার মেধা, শ্রম ও দেশপ্রেম দিয়ে এই আন্দোলনকে শক্তিশালী করুন।”

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো: মেহেদী হাসান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ আব্দুল কাদির কাজল, সহ-আন্তর্জাতিক সম্পাদক সোহাগ মোঃ সজিব খান এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাহবুবর রহমান শিপন ও সাইফুজ্জামান টুলুল।

সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিআরপি’র সদস্য সচিব মোঃ হাসিম হোসেন। সঞ্চালনা করেন খুলনা জেলা আহ্বায়ক সৈয়দ ওয়াসিম রেজা ও অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ রাসেল হোসেন।

তৃণমূলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি এক উৎসবমুখর সমাবেশে পরিণত হয়, যা ভবিষ্যতে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে স্থানীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

Scroll to Top